
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চোপড়া যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত গেলেন না রাজ্যপাল। সূত্রের খবর তেমনটাই। চোপড়া কাণ্ডে উত্তাল রাজ্য, শুধু চোপড়া নয়, গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় পরপর গণপিটুনির ঘটনা ঘটেছে। দিল্লি থেকেই চোপড়ার নির্যাতিতাদের সঙ্গে দেখা করার জন্য শিলিগুড়ি আসেন সি ভি আনন্দ বোস। পরিকল্পনা ছিল বাগডোগরা থেকে সড়কপথে মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়া যাবেন তিনি। কথা বলবেন নির্যাতিত যুগলের সঙ্গে। মঙ্গলবার চোপড়ায় পৌঁছনোর আগে, শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর কথায় চোপড়ার ঘটনা। রাজ্যপাল বলেন, ভারতে মহিলারা দেবতা রূপে পুজিত হয়। কিন্তু বাংলায় দেখা যাচ্ছে, মহিলাদের সম্মান করা হচ্ছে না। তারপরেই সরাসরি রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে রাজ্যপাল বলেন, 'রাজ্য সরকারের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিৎ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখছি সরকারই মদত দিচ্ছে। এ রাজ্যে সরকার সমর্থিত হিংসা চলছে। এই বিষয় অত্যন্ত উদ্বেগের।' সূত্রের খবর, তবে শেষ পর্যন্ত চোপড়া যাননি তিনি। আচমকাই চোপড়া সফর বাতিল করে, মঙ্গলবার শিলিগুড়ি থেকেই দিল্লি ফিরে গিয়েছেন তিনি। তবে কী কারণে আচমকা এই সিদ্ধান্ত তা প্রাথমিক ভাবে জানা না গেলেও, কয়েকঘন্টা পর জানা যায়, নির্যাতিতরাই সাক্ষাৎ করতে চাননি। তাঁদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্যপাল বলেন, 'ওঁরা পরেও চাইলে আমার সঙ্গে কলকাতায় রাজভবনে গিয়ে দেখা করতে পারেন' প্রয়োজনে ভার্চুয়ালি কথা বলা সম্ভব বলেও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও